হোম > সারা দেশ > নীলফামারী

নদীতে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে তিন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ব্রিজে সে গোসলে নামে। 

মৃত ছাত্রের নাম শাহিন আলম (১৬)। সে একই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে ও স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। 

প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্য দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ