চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রানীশংকৈল) আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী থানায় একটি চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলামকে বুধবার দিবাগত রাতে রুহিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করে। এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ দবিরুল ইসলামকে ঠাকুরগাঁও বিচারিক আদালতে তোলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।