হোম > সারা দেশ > গাইবান্ধা

সরিষার তেলে সয়াবিন-পামঅয়েল মেশানোর সময় হাতেনাতে ধরা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল’ এ সরিষা তেল এর সঙ্গে সয়াবিন তেল মেশানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে নির্বাহী মেজিস্ট্রেট এই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে কারখানার পাঁচ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। 

জানা যায়, আগেও তেলে ভেজাল দেওয়ার অপরাধে এ মিলের মালিককে জরিমানা করা হয়েছিল। 

ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, পচা সরিষা দিয়ে উৎপাদন করা হতো তেল। সেই তেলের সঙ্গে পামঅয়েল, সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তেল বাজারজাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল। মিলের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষা তেল মজুত করে রাখা হয়েছে যা রান্নার কাজে ব্যবহার এবং খাওয়ার অনুপযোগী। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেলের সঙ্গে সয়াবিন ও পামঅয়েল মিশিয়ে বাজারজাত করে আসছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে ও জরিমানা করা হয়েছে। 
 
এ বিষয়ে মিলের ম্যানেজার তনু বলেন, আমাদের ভুল হয়েছে। আর কখনও এমন হবে না। 

তবে এ বিষয়ে মিলের মালিক দেবনাথের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ