হোম > সারা দেশ > রংপুর

পলিথিন কারখানার সন্ধান, জরিমানা দেড় লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি 

পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১ টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে।

আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে আজ অভিযান চালান।

এ সময় কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন উৎপাদনের অপরাধে কারখানামালিক আজাদ হোসেনের কাছে থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পলিথিন উৎপাদন করায় কারখানামালিককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জব্দ করা পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় ডিলারকে জরিমানা, ১০৭ বস্তা সার জব্দ

জামায়াত দায়িত্ব পেলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে—জানালেন এ টি এম আজহার

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

রংপুরে ঘরের ভেতর মিলল মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ

মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকচালক নিহত

আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা দাবি, বেরোবি ছাত্রদলের পাল্টা সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর