হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ২ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ইউপি নির্বাচনে কারচুপি ও ফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘিডোব গ্রামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত আটটার দিকে ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঘিডোবপুর গ্রামের সাহাবলি হুসেন (৩৫), মজাহারুল (৪০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্বাচনে হেরে গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টার মতো অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাঁর গাড়ি ভাঙচুর করে। সড়ক কেটে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সরকারি মালামাল এবং আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালায়। গুলিতে দুজন ঘটনাস্থলে নিহত হন এবং তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম চয়ন বলেন, সহিংসতার ঘটনায় সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। রাতেই তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ