হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিএনপির সভামঞ্চে অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব‌্যা‌পী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার‌শেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেলে রু‌হিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা‌ ছি‌ল। সমাবেশ শুরু হওয়ার আগে দল‌ দুটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে প‌ড়েন। এতে উভয় প‌ক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় দুটি মোটরসাইকেল।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’

অগ্নিসংযোগের কথা মিথ্যা দা‌বি করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিএন‌পির নেতা-কর্মীরা নি‌জেরাই তাঁদের অফিসে অগ্নিসংযোগ করেছে। আমা‌দের ৭ ‌থে‌কে ৮‌টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং অসংখ্য নেতা-কর্মীদের তারা মারপিট ক‌রে আহত ক‌রে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নি‌চ্ছি।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। প‌রে টিয়ার‌শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা