ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার বিকেলে রুহিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। পরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।