হোম > সারা দেশ > রংপুর

পদত্যাগের পরেও জনস্বাস্থ্যের ওয়েবসাইটে শেখ হাসিনা! 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরের ওয়েবসাইটে পরিবর্তন আসলেও দিনাজপুরের খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। এখনো দপ্তরটির ওয়েবসাইটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিরা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত রোববার (২০ অক্টোবর) বেলা ২টা ১৮ মিনিটে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, হাত উঁচিয়ে রাখা সাবেক প্রধানমন্ত্রীর ছবি। দপ্তরের অনেক তথ্যই আপডেট নেই। এ ছাড়া নোটিশ বোর্ডে গত বছররে তথ্য উল্লেখ করা রয়েছে। 

এ বিষয়ে খানসামা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল খান নীরব আজকের পত্রিকাকে বলেন,   ‘স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সব জায়গায় রয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’  

তরুণ সমাজকর্মী ও সংগঠক নাঈম হাসান বলেন, ‘সরকারি কর্মকর্তাদের উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।’  

জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিরাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি দেখবেন বলে সংযোগ কেটে দেন।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন