হোম > সারা দেশ > গাইবান্ধা

থানা থেকে ব্যাটারি চুরি, এসপির কাছে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্লাপুর থানা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর থানা চত্বর থেকে মিশুক অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) বরাবর এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন অটোচালক আশিক মিয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর সাত্তারের ছেলে আশিক মিয়া। তিনি চলতি মাসের ৪ এপ্রিল তার অটোরিকশাতে কয়েকজন যাত্রী নিয়ে সাদুল্যাপুর উপজেলায় যাচ্ছিলেন। থানা থেকে ৫০ গজ দূরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত মিশুক অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুজন যাত্রী হালকা আহত হলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মিশুক অটোরিকশা থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে অটোরিকশার ব্যাটারি হারিয়েছে।

আশিক মিয়া আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘সড়ক দুর্ঘটনাজনিত কারণে পুলিশ অটোরিকশাটি থানায় নিয়ে যায় ১৭ দিন আগে। থানায় অটোরিকশা পড়ে আছে। আনতে গেলে পুলিশ আশ্বাস দিয়ে ফিরিয়ে দেয়। গত ৯ এপ্রিল অটোরিকশাটি আবার আনতে গিয়ে দেখি, অটোরিকশার চারটি ব্যাটারির মধ্যে দুইটি ব্যাটারি নাই। তাৎক্ষণিক বিষয়টি ওসিসহ পুলিশকে জানালে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের ভয়ে কাউকে কিছু বলিনি। আমি গরিব মানুষ। কিস্তির টাকা নিয়ে অটোরিকশাটি কিনেছি। গাড়ি চালানো বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমি আমার ব্যাটারিসহ অটোরিকশাটি ফেরত চাই।’

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে। ব্যক্তিগত অর্থায়নে ব্যাটারি ক্রয় করে দেওয়ার কথাও জানান তিনি।

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। মনে হয় ওনি অফিসে (অভিযোগ) দিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার