হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফেজ আলী (৩৪) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টায় উপজেলার কাকিনা ইউনিয়নের আকাশ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. মহফেজ আলী বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত ট্রাকচালক যশোর জেলার সদর উপজেলার সাদুল্যাপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৩) ও চালকের সহকারী ইউনুস আলী।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিল পাথরবোঝাই একটি ট্রাক। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী আরকটি ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মো. মহফেজ আলী নিহত হন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। তাঁদের উদ্ধারের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ট্রাকচালক মো. ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ