হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) এবং আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তাঁর বাড়ির সেপটিক ট্যাংক খনন করে খোলা রাখেন। ওই ট্যাংকে জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে ট্যাংকে নামার সময় মইটি ভেঙে মিজান ভেতরে পড়ে যান। তাঁদের দুজনকে উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া, শাহীন মিয়া এবং শামীম মিয়া ওই কুয়ায় নামেন। জিম এবং মিজান কাউকেই উদ্ধার করতে না পেরে ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন।

পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে জিম ও মিজানকে উদ্ধার করে। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিম ও মিজানকে মৃত ঘোষণা করেন।

কাবিলপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সেপটিক ট্যাংকে পরে দুজন মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে যাওয়া তিনজন বেঁচে ফিরেছেন। এদের মধ্যে ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শাহীন ও শামীম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড