হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) এবং আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তাঁর বাড়ির সেপটিক ট্যাংক খনন করে খোলা রাখেন। ওই ট্যাংকে জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে ট্যাংকে নামার সময় মইটি ভেঙে মিজান ভেতরে পড়ে যান। তাঁদের দুজনকে উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া, শাহীন মিয়া এবং শামীম মিয়া ওই কুয়ায় নামেন। জিম এবং মিজান কাউকেই উদ্ধার করতে না পেরে ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন।

পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে জিম ও মিজানকে উদ্ধার করে। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিম ও মিজানকে মৃত ঘোষণা করেন।

কাবিলপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সেপটিক ট্যাংকে পরে দুজন মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে যাওয়া তিনজন বেঁচে ফিরেছেন। এদের মধ্যে ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শাহীন ও শামীম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার