হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় জমিসংক্রান্ত জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ 

রংপুর প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় জমিসংক্রান্ত জেরে সংঘর্ষে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আমিনুল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৫)। তাঁরা দুজনে সহোদর। তাঁরা ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। 

র‍্যাবের অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গত বছরের ২২ নভেম্বর গাইবান্ধার সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামে বৃদ্ধ তোফায়েল হোসেন (৫৫) তাঁর জমির নালা কাটতে যায়। এ সময় তাঁর প্রতিবেশীরা গিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে সেখানে সংঘর্ষ বেধে যায়। এ সময় আসামি আমিনুল ইসলাম (৩০) তাঁর হাতে থাকা পাওয়ার টিলারের হ্যান্ডেল দিয়ে বৃদ্ধ তোফায়েল হোসেনের বুকে আঘাত করেন এবং অপর আসামি আলমগীর হোসেন (৩৫) তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে পিঠে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তোফায়েল হোসেনকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 

এ র‍্যাব কর্মকর্তা আরও জানান, আলোচিত এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে আসামিরা আত্মগোপনে চলে যান। এ নিয়ে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আসামি আমিনুল ইসলাম ওরফে আমরুল এবং আলমগীর হোসেনকে র‍্যাব-১৩ ও র‍্যাব-১ উত্তরার যৌথ অভিযানে গাজীপুরের কাশিমপুর থানাধীন এমায়েতপুর বাগানবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল