হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টিএনটি মোড়ের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী গ্রামের মনতাজ আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫) এবং একই গ্রামের মৃত কমল উদ্দীনের ছেলে মোহাম্মদ রেজয়ান (৩৪)। নিহত গোলাম রব্বানী ট্রাকচালক এবং রেজয়ান চালকের সহকারী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে সারবোঝাই অপর আরেকটি ট্রাক বগুড়া থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি টিএনটি এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে। অপর ট্রাকের চালক ও সহযোগী তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এদিকে দুর্ঘটনার পর সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ। 

ওসি আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক দুটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত