হোম > সারা দেশ > গাইবান্ধা

দলকানা না হয়ে আদর্শ মানুষকে ভোট দিন: সারজিস

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় এক পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতা সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোনো বিশেষ দল বা মার্কা দেখে ভোট নয়, বরং ন্যায়-নীতিবান ও আদর্শ মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমার বাবা ওই একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে, মানে আমরাও ঘুরেফিরে ওই একটা দলে বা মার্কায় ভোট দিই। এটাও একটা পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হোক না কেন।’

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস এসব কথা বলেন।

উপজেলা পর্যায়ে সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা বলেন, যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চান বা সেবা করার নামে শাসক হয়ে ওঠেন কিংবা হয়রানি করান, তবে তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগণের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগণকে সম্মান করবেন। যদি আপনারা জনগণকে সম্মান করেন, তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করব। তা না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

সারজিস আলম আরও বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেয়, তাহলে ওই ব্যক্তিকেও আপনারা বয়কট করবেন।’

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক, জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার