হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৯৪ নেতা-কর্মীর নামে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকনকে প্রধান আসামি করে ৯৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পৌর শহরের সরকারপাড়া মহল্লার সাজ্জাদ সরকার শাহিন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের আর্ট গ্যালারি অপরাজেয় একাত্তরের সামনে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ককটেল ও হাতবোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে হামলা চালায়। এ সময় তাঁর শরীরে ছররা গুলি লাগলে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড