হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ভটভটির ধাক্কায় আরও ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় আহত ইজিবাইক আরোহী আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান। দুর্ঘটনা এ নিয়ে তিনজন মারা গেলেন। 

মৃতরা হলেন–উপজেলার কুমারগাড়ি গ্রামের আ. ছাত্তার মিয়া ছেলে সবুজ মিয়া (৩৫) ও পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে ইজিবাইকচালক আশরাফুলের (৩৫) মৃত্যু হয়। আহত অপর দুজন হলেন–গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামের আজিজলে ছেলে মো. বেলাল (৫০) ও মৃত আকামুদ্দিনের ছেলে মো. আমরুল (৪৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাকাইহাট বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক হরিনাবাড়ী বাজারে দিকে যাচ্ছিল। ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে মাটির হাঁড়ি ভর্তি একটি ভটভটি ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আশরাফুল মারা যান। ইজিবাইকে থাকা চারযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাতক ভটভটি (নছিমন) গতকাল রাতেই আটক করা হয়েছে। এ বিষয়ের নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ