হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে বাসযাত্রীর কাছে মিলল ২০টি স্বর্ণের বার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মাদক উদ্ধার অভিযান গিয়ে নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ শনিবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকার মোহাম্মদ উল্লাহ (২৬) এবং একই এলাকার আব্দুর রহিম (২৫)। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারীর কার্যালয়ের উপপরিচালক শরীফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, মাদকের বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের ওই দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে স্বর্ণের দোকানে পরীক্ষা করলে দোকাদার এগুলোকে ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করেন। 

উপপরিচালক আরও বলেন, আটক দুজন স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তাঁদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ