হোম > সারা দেশ > লালমনিরহাট

সীমান্তে ভারত তাদের এজেন্টদের পুশ ইনের চেষ্টা করছে: সারজিস

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে এনসিপির পথসভা। ছবি: আজকের পত্রিকা

সীমান্তে পুশ ইন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সীমান্ত দিয়ে ভারত তাদের এজেন্টদের ও সাধারণ নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের একটা ষড়যন্ত্র। শুধু বিজিবি না, আপনারা সবাই সীমান্তের একেকজন সীমান্তরক্ষী। যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপস নয়, সর্বদা লড়াই চলবে।

আজ বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় দেওয়া বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘যত দিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, তত দিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশটি (ভারত) যদি সম্পর্ক ভালো করতে চায়, তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’

এনসিপি নেতা বলেন, ‘এই বাংলাদেশ শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ না। প্রয়োজনে আরও জীবন দেব, রক্ত দেব; কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা। ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে।’

সারজিস আলম আরও বলেন, ‘বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। হাসিনা পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি টাকা পার্সেন্ট নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। টাকা চুরি না করলে তারা আজ কীভাবে দেশের বাইরে আলিশান জীবন যাপন করছে।’

এ সময় সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, মাহমুদা মিতু ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড