হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে আজকের পত্রিকার প্রতিনিধির ওপর দুর্বৃত্তদের হামলা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মানিক হোসেনের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আজ মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা চলছে।’

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি মো. মানিক হোসেন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। গত ৮ জানুয়ারি ‘প্রসূতির পেটে তোয়ালে রেখে সেলাই, ২৪ দিন পর অপসারণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরে আজ বিকেলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁরা দোকান থেকে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে যায়। 

জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীদের মধ্যে মুন্সিপাড়ার বাসিন্দা মোস্তাক হোসেন (৪২), মেহেদী হাসান (২৫), মিস্টার হোসেন (৩৮), মেরিনা খাতুনসহ (৩৪) অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের কথা অভিযোগে উল্লেখ করেন মানিক হোসেন। 

আহত মো. মানিক হোসেন বলেন, ‘তাঁরা হত্যার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এই সন্ত্রাসী ও মাদকসেবীদের আতঙ্কে আমি পরিবার নিয়ে ঝুঁকিতে আছি।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস