হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্বামীর টাকা নিয়ে বাবার সঙ্গে ঝগড়া, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জেসমিন আক্তার (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি মধ্যপাড়া থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। জেসমিন ওই এলাকার জয়নুল ইসলামের মেয়ে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, জেসমিন আক্তারের স্বামী বিদেশে থাকেন। স্বামীর কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ধার নিয়েছিলেন জেসমিনের বাবা জয়নুল ইসলাম। সেই টাকা নিতে বাবার বাসায় গিয়ে সম্ভবত তাঁর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়। পরে কোনো এক ফাঁকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন জেসমিনের বাবা জয়নুল ইসলাম।

ওসি আরও জানান, তবে গায়ে আঘাতের প্রাথমিক চিহ্ন পাওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে জেসমিন আক্তারের শ্বশুর এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জেসমিন কী কারণে মারা গেছে, আমার জানা নেই। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ