হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্তাপাড়া নামক স্থানে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী ফেনী জেলার ফুলগাজী থানার দামুড়া গ্রামের মৃত হাজি আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও গাড়ির চালক ঢাকার শ্যামপুর থানার দনিয়ার স্মৃতিধারা এলাকার হক মিয়ার ছেলে মো. মিজান (৩৫)। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় রংপুরমুখী প্রাইভেট কারের সঙ্গে ঢাকামুখী পলাশবাড়ী এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা যাত্রী ও চালক গাড়িতেই আটকা পড়ে মারা যান। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, লাশ থানায় রয়েছে। তাঁদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ