হোম > সারা দেশ > রংপুর

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 

সরকারি বাসভবন থেকে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় বসবাস করেন। চাকরির সুবাদে পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ তাঁর দপ্তরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন। 

প্রাণিসম্পদ রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, ‘আজ মঙ্গলবার সকালে বিভাগীয় স্যারের দেরি দেখে তাঁকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করি। আমার চিৎকার শুনে অফিসের অন্যরা ছুটি আসে। পরে আমরা পুলিশে খবর দেই।’ 

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ নামানো হয়। 

রংপুর মহানগরের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু কারণ হিসেবে প্রাথমিকভাবে অফিস এবং পারিবারিকসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ