হোম > সারা দেশ > রংপুর

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 

সরকারি বাসভবন থেকে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় বসবাস করেন। চাকরির সুবাদে পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ তাঁর দপ্তরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন। 

প্রাণিসম্পদ রংপুর বিভাগীয় কার্যালয়ের অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, ‘আজ মঙ্গলবার সকালে বিভাগীয় স্যারের দেরি দেখে তাঁকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করি। আমার চিৎকার শুনে অফিসের অন্যরা ছুটি আসে। পরে আমরা পুলিশে খবর দেই।’ 

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ নামানো হয়। 

রংপুর মহানগরের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যু কারণ হিসেবে প্রাথমিকভাবে অফিস এবং পারিবারিকসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ