হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বর্ষায় চিলমারী-রৌমারী নৌপথে চালু হচ্ছে ফেরি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলা। এবার এ দুই উপজেলাকে জেলা শহরের সঙ্গে যুক্ত করতে চিলমারী-রৌমারী নৌপথে চালু হচ্ছে ফেরি। এই বর্ষা মৌসুমে চালু হবে ফেরিসেবা। 

আজ শুক্রবার দুপুর ১২টায় চিলমারী নৌবন্দর এলাকায় চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচলের সম্ভাব্য ফেরি রুট নির্ধারণ পরিদর্শনে এ তথ্য জানান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস এম ফেরদৌস আলম। এ সময় ফেরি রুট নির্ধারণ পরিদর্শনের প্রতিনিধিদল নদীবন্দর এলাকা ঘুরে দেখেন। 

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, ‘ফেরি রুট নির্ধারণে এর আগে সার্ভে হয়েছে। নদীর গতিপথ, জনচাহিদা এবং ব্রহ্মপুত্র নদের বারবার গতি পরিবর্তনের চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা ফেরি রুট নির্ধারণ করব। উপযুক্ত স্থান পেলে পন্টুন স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত নেওয়া হবে।’ 

পরিদর্শন প্রতিনিধিদলে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যে) এস এম আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। 

এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে প্রতিনিধিদল স্পিড বোডে রৌমারী নৌপথ পরিদর্শন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ