হোম > সারা দেশ > দিনাজপুর

নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ মিলল বাড়ির পাশের গর্তে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের চার দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। ওই শিশুর নাম ঈশান রায় (২)। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভুষিবন্দর গ্রামের গপেন চন্দ্র রায়ের ছেলে।

উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য যাদব অধিকারী বলেন, ১ মার্চ ঈশান নিখোঁজ হয়। এরপর একাধিক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে শিশুর বাবা গপেন চন্দ্র রায় বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া মাইকিংয়ের মাধ্যমেও খোঁজ করে তাকে পেতে ব্যর্থ হয়।

যাদব অধিকারী আরও বলেন, গতকাল রোববার বাড়ির পাশের একটি গর্তে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবরামপুর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ঈশানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রশাসনের প্রতি অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার