হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় ভিজিএফ’র ৩৪ বস্তা চাল উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৩০ কেজির ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ইউপি (ইউপি) থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) কর্মকর্তা। নির্দেশনা অনুযায়ী দুস্থ ও অসহায় তালিকাভুক্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অবহেলায় তা সম্ভব হয়নি। বিষয়টি প্রচার হওয়ার পরেই ফেসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

রোববার রাত ৯টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার মুঠোফোনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।   

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওই ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে বিতরণ করা হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে উপজেলার পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এই চাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, ইউনিয়ন পরিষদে চাল থাকার বিষয়টি তাঁরাও অবগত নয়। 

টংগুয়া বাজারের এক যুবক বলেন, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বিনা মূল্যে চাল বিতরণ দিয়েছেন আর সেই চাল চেয়ারম্যান রেখে দিয়েছে। এটা গরিব মানুষের পেটে লাথি দিয়ে সরকারের ইমেজ নষ্ট করা। আমরা এর বিচার চাই। 

চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ইউএনও রাশিদা আক্তার বলেন, ভেড়ভেরী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ