হোম > সারা দেশ > গাইবান্ধা

পরকিয়ার জেরে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে পরকিয়ার জেরে ছোট ভাই শাওনকে (২৮) কুপিয়ে হত্যার দায়ে বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তাঁর ছোট ভাই সাগর আহমেদ শাওনের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে জরুরি কথা বলার জন্য ডেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বায়োগ্যাস প্লান্টে ফেলে রাখেন। 

পরদিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন বাড়ির সামনের বায়োগ্যাস প্লান্ট থেকে মরদেহ উদ্ধার করলে সন্দেহভাজন হিসেবে তানজির আহম্মেদকে আটক করে পুলিশ। পরে ভাই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। 

বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, মামলার তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ