হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫২) নামের পাটের গুদামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ।

নিহত শামসুল বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে শামসুল হককে ধাক্কা দেয়। এ সময় বাসটি তাঁকেসহ একটি দোকানঘরের ভেতরে ঢুকে পড়ে । এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোরশেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। তবে শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড