হোম > সারা দেশ > রংপুর

বেরোবি শিক্ষার্থীকে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে মধ্যরাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থেকে অটোরিকশায় করে পার্ক মোড়ে আসার পথে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে অস্ত্রের মুখে জিম্মি করা হয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষা বর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী আনোয়ার হোসেনকে। পরে রংপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ১৫ হাজার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার সময় আমি লালবাগ থেকে অটোতে উঠি পার্ক মোড়ে যাওয়ার জন্য। অটোরিকশায় চালকসহ আরও চারজন ছিল। একটু সামনে যাওয়ার পর দুই পাশে দুজন চেপে ধরে কোমরে ছুরি ধরে চুপ থাকতে বলে। তারপর অটোরিকশা ঘুরিয়ে রংপুর মুলাটোল এলাকায় এনে আমার কাছে যা টাকা পয়সা ছিল কেড়ে নেয় এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের ফোন করতে বলে। কয়েক জায়গায় ফোন দিয়ে বিকাশে ১৫ হাজারের মতো টাকা আনিয়ে তারা অমাকে ছেড়ে দেয়।’ 

আনোয়ার হোসেন আরও বলেন, অপরাধীদের শাস্তি চাই। এমন পরিস্থিতি আর যেন কারও না হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ছিনতাইয়ের খবর শোনার পরপর শিক্ষক ও ডিপার্টমেন্টের বড় ভাইদের জানানো হয়। এরপর সবাই মিলে বিচারের দাবিতে রাত ১২ থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে পুলিশ চেকিং বক্সসহ পুলিশের টহল জোরদার করতে হবে। আমরা আর এ ধরনের ঘটনার মুখোমুখি হতে চাই না।’ 

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মেহেদী হাসান খান মারুফ বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীর নাম শনাক্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের আটক করা হবে।’ 

এ বিষয়ে বেরোবি প্রক্টর মো. শরিফুল ইসলামের মোবাইল ফোনে বলেন, ‘আমরা বিভাগীয় কমিশনার বরাবর চিঠি দিয়েছি। তারা জানিয়েছে, লালবাগ থেকে মডার্ন মোড় পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়া চলছে। গতকালের ঘটনায় পুলিশ জানিয়েছে, আজ রোববার বিকেল ৪টার মধ্যে মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা হবে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ