হোম > সারা দেশ > গাইবান্ধা

নদীতে চার বন্ধুর লাফ, ভেসে উঠল ১ জনের মরদেহ

গাইবান্ধা ও পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার ছলে চার বন্ধু ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। তিন বন্ধু তিরে এলেও একজন নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর আহসান হাবিব (১২) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

আজ সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহসান হাবিব ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুর ১২টার দিকে হাবিব মিয়াসহ তার তিন বন্ধু ব্রিজ থেকে পানিতে লাফ দিয়েছিল। এরই মধ্যে আহসান হাবিব সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরি দল এসে অনুসন্ধান শুরু করে। এ সময় ঘটনাস্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি খুব বেদনাদায়ক। ভবিষ্যতে এমন ঘটনায় এড়াতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড