হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে সহিংসতা: ৩ মামলায় ৭ হাজার আসামি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২৩ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সহিংসতায় নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব সৃষ্টি ও লুটপাটের অভিযোগে এ তিনটি মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানায় এসব মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় নাম-পরিচয়সহ এবং অজ্ঞাত মিলে আসামির সংখ্যা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার বলে জানিয়েছে পুলিশ। 

সহিংসতার ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে যুবদল নেতা ফজলে রাব্বীসহ তেঁতুলিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২১ জনকে আটক করা হয়েছে। দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি ও র‍্যাব মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। এখন পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। হত্যার সঙ্গে জড়িত দুজন, গুজবের ঘটনায় পৌর যুবদল নেতা ফজলে রাব্বীসহ ২৩ জনকে গ্রেপ্তারসহ অভিযান অব্যাহত রয়েছে।’ 

এদিকে, সহিংসতায় আহমদিয়া মুসলিম জামাতের একজন নিহতের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে।

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা