হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে সহিংসতা: ৩ মামলায় ৭ হাজার আসামি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২৩ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সহিংসতায় নিহত ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব সৃষ্টি ও লুটপাটের অভিযোগে এ তিনটি মামলা হয়েছে। পঞ্চগড় সদর থানায় এসব মামলা দায়ের করা হয়। তিনটি মামলায় নাম-পরিচয়সহ এবং অজ্ঞাত মিলে আসামির সংখ্যা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার বলে জানিয়েছে পুলিশ। 

সহিংসতার ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে যুবদল নেতা ফজলে রাব্বীসহ তেঁতুলিয়া থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ২১ জনকে আটক করা হয়েছে। দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি ও র‍্যাব মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। এখন পর্যন্ত থানায় তিনটি মামলা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। হত্যার সঙ্গে জড়িত দুজন, গুজবের ঘটনায় পৌর যুবদল নেতা ফজলে রাব্বীসহ ২৩ জনকে গ্রেপ্তারসহ অভিযান অব্যাহত রয়েছে।’ 

এদিকে, সহিংসতায় আহমদিয়া মুসলিম জামাতের একজন নিহতের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা