হোম > সারা দেশ > রংপুর

টাকার বিনিময়ে টিসিবির কার্ড: চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে জনতা, পরে গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

আটক চেয়ারম্যান রাশেদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে রাশেদুল ইসলাম (৫৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে কাউনিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ওই চেয়ারম্যানকে আটক করে সেনাবাহিনী।

রাশেদুল উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে আজ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কার্ড দেওয়ার বিপরীতে উপকারভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ তিন শ টাকা করে আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে দুবার আদায় করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনা দেখা দেয়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত লোকজন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি সেনাবাহিনীকে অভিযোগ করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করে।

ওই ইউনিয়নের রাজিব শটিবাড়ি গ্ৰামের টিসিবির উপকারভোগী নুরুজ্জামান বলেন, ‘আমার কাছ থেকে গত অক্টোবরে টিসিবির কার্ডের জন্য বসতবাড়ির কর নিয়েছে। একই অর্থবছরে আজ স্মার্ট কার্ড দেওয়ার সময় আবার বসতবাড়ির কর তিন শ টাকা নিয়েছে। এটা চাঁদাবাজি।’ তিনি বলেন, ‘শুধু আমার কাছেই নয়, ইউনিয়নের সব অসহায় উপকারভোগীদের কাছ থেকে বসতবাড়ির ট্যাক্সের নামে বেশি বেশি করে টাকা আদায় করা হয়েছে।’

তবে অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে বসতবাড়ির ট্যাক্সের টাকা রসিদ মূলে নেওয়া হয়েছে।

ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে রাশেদুল ইসলামকে আসামি করে চাঁদাবাজির ধারায় মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক বলেন, ‘আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি। থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পারব।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার