হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে মাদক মামলায় একজনের ফাঁসি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল ইসলাম (৬৫) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ।

এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম। তিনি গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। 

আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ‘আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার দণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত হেরোইন ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে।’ 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ জুন রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বস্তাপট্টি ও বিস্কুটপট্টিতে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক মমিরুল হক। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই-তিনজন পালিয়ে যান। অভিযানে নিজের খালি বস্তা বিক্রির দোকানের ভেতর থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। দোকানের ভেতরেই জহুরুল ইসলামের শরীর তল্লাশি করে পলিথিনের ভেতরে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, তাঁরা রায়ে সন্তুষ্ট নন। আসামিপক্ষ ন্যায়বিচার পায়নি। এই রায়ে সংক্ষুব্ধ। তাঁরা হাইকোর্টে আপিল করলে জহুরুল ইসলাম খালাস পাবেন। খুব শিগগির হাইকোর্টের ডেথ রেফারেন্স আদালতে আপিল করা হবে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ