হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট কারাগারে চেকের মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতার শাহ নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কারাগার থেকে সদর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান। কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহ নাজমুল ইসলাম (৩৮) জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে এবং টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক। 

জেল সুপার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলায় গত ২৩ জুলাই থেকে তিনি কারাগারে। আজ (মঙ্গলবার) বিকেলের দিকে নাজমুল হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালের নেওয়ার পথেই মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে।’ 

টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিল নাজমুল। সেই ঋণের টাকার মধ্যে মাত্র ৩০ হাজার টাকা বাকি ছিল। এর মধ্যে এনজিও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাকি টাকা শোধ করলেও মামলায় সাজা হয় তার। ওই মামলায় গত সপ্তাহে তিনি আদালতে হাজির হতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আজ বিকেলে হঠাৎ শুনি যে নাজমুল জেলের ভেতরে মারা গেছে।’ 

এদিকে নাজমুলের মৃত্যুতে হাতীবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড