হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে প্যানেল মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের চার মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালসহ আটজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।

দুদক দিনাজপুরের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, আজ দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। প্রথম মামলায় দিনাজপুর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ৯৩ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

দ্বিতীয়টিতে বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণকাজে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। অন্য আসামিরা হলেন এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল মিয়া।

আরেকটি মামলায় দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া একই দিন পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর এলাকার মেসার্স আরএম ট্রেডার্স আরএম ব্রিকস ও আরএম আয়রন কারখানার স্বত্বাধিকারী মো. রাহেনুল ইসলামের বিরুদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা করেছেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ