হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ১৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন বাসযাত্রী। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভিমলপুর মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১২টায় নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুজন যাত্রীকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল এই তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নওশিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২১-১৪) যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে ভিমলপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত হন। কিন্তু তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। লাশের সুরতহাল করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ