হোম > সারা দেশ > রংপুর

চাঁদাবাজির অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি

রংপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রবিনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ফ্রেরুয়ারি রংপুর নগরীর আলমনগর খামার এলাকার হেলাল আহম্মেদের ছেলে ব্যবসায়ী নাজমুল সাকিব স্থানীয় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে সেখানে একটি চায়ের দোকানে গিয়ে চা পান করার সময় রবিন তাঁর কয়েকজন সহযোগীসহ সাকিবকে অপহরণ করে তুলে নিয়ে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের পুকুরপাড়ে নিয়ে যান। এ সময় তাঁকে বেদম মারধর করে কাছে থাকা ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় পরের দিন ব্যবসায়ী সাকিব তাজহাট থানায় নিজে বাদী হয়ে একটি ছিনতাই ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। গত বুধবার রাতে অভিযান চালিয়ে সেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম রবিনকে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে  আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার