বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ডেভিল হান্ট অভিযানে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা দীপংকর রাহা বাপ্পিকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার শহরের বলাকা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীপংকর রাহা বাপ্পি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলাকা মোড় এলাকার মৃত দিলীপ রাহার ছেলে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি বাপ্পিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।