হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তার সরাতে গিয়ে শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোয়াত নামের আরেক শিশু।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

নিহতের চাচা ও আহত শিশুর বাবা কামরুজ্জামান বলেন, সোমবার মধ্যরাতে ঝড় গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। আজ সকালে ছাগল নিয়ে খেতে যাচ্ছিল নুর বাবু ও সোয়াত। এ সময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু।

কামরুজ্জামান আরও বলেন, নুর বাবুকে উদ্ধার করতে গিয়ে আহত হয় সোয়াত। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আজ সকালে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু নামের এক শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ