হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তার সরাতে গিয়ে শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোয়াত নামের আরেক শিশু।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মির্জাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত শিশু সোয়াত হোসেন (৪) একই গ্রামের কামরুজ্জামানের ছেলে।

নিহতের চাচা ও আহত শিশুর বাবা কামরুজ্জামান বলেন, সোমবার মধ্যরাতে ঝড় গাছ পড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তায় পড়েছিল। আজ সকালে ছাগল নিয়ে খেতে যাচ্ছিল নুর বাবু ও সোয়াত। এ সময় রাস্তায় থাকা ছেঁড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় নুর বাবু।

কামরুজ্জামান আরও বলেন, নুর বাবুকে উদ্ধার করতে গিয়ে আহত হয় সোয়াত। পরে সোয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আজ সকালে বিদ্যুতায়িত হয়ে নুর বাবু নামের এক শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ