হোম > সারা দেশ > রংপুর

‘মোক থুবার আসি ভাইটা হারে গেল’

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে নববধূকে শ্বশুরবাড়িতে নেওয়ার পথে মাইক্রোবাস উল্টে একজন নিহত হয়েছেন। এতে বর-কনেসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কে কৃষ্ণপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আলমগীর হোসেন (২৪) নামে একজন নিহত হন। তিনি নববধূর বড় ভাই। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আঞ্জুয়ারা বেগমের (২২) সঙ্গে গত সোমবার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বালাপাড়া গ্রামের রায়হান হোসেনের (২৪) বিয়ে হয়। মঙ্গলবার পথফিরানীতে আঞ্জুয়ারা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসেন। এরপর গতকাল বুধবার রাতে আঞ্জুয়ারা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে মাইক্রোবাস যোগে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের কৃষ্ণপুর মোড়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা আঞ্জুয়ারের বড় ভাই আলমগীর হোসেনের নিহত হন। এতে বর রায়হান ও কনে আঞ্জুয়ারাসহ আরও চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আজ বৃহস্পতিবার নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়েছে। দুই পরিবারে নেমেছে শোকের ছায়া। পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে। 

ভাইকে হরিয়ে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন নববধূ আঞ্জুয়ারা। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মোক (আমায়) থুবার (রাখতে এসে) আসি ভাইটা হারে গেল। গাড়ি মোর ভাইটার প্রাণ কাড়ি নেইল। চোখের সামনোত মোর ভাইটার প্রাণ গেল। কেমন করি ভাইটার মুখ ভুলিম।’ 

এদিকে নিহত আলমগীরের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘কি যে অপরাধ করছিনু আল্লাহ মোর বেটাটাক (ছেলেকে) কাড়ি নেইল। এল্যা ঘর মোর খালি। এই দুঃখ কার পরাণে সয়। কলিজাটাক ছাড়া কেমন করি বাঁচিম।’ 

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ওই সড়ক দুর্ঘটনায় কনের ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার