হোম > সারা দেশ > দিনাজপুর

রেলপথে সিমেন্টের স্লিপার-বাঁশ, কচুরিপানায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে রেলপথে সিমেন্টের তৈরি স্লিপার ও বাঁশ ফেলে কচুরিপানায় আগুন দেওয়া হয়। দূর থেকে তা দেখে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তনগর (৭৪৮ ডাউন) ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। গতকাল মঙ্গলবার রাতে বিরামপুর রেলস্টেশনের পাশেই এ ঘটনা ঘটে।

বিরামপুর রেলস্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন থেকে খুলনাগামী (৭৪৮ ডাউন) আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কিলোমিটার ৩৪৯ /১-২ সীমানা (কল্যাণপুর) গ্রাম এলাকায় রেলপথের ওপর আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে দেখা যায়, রেলপথের ওপর সিমেন্টের তৈরি স্লিপার ও বাঁশ ফেলে কচুরিপানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে আনসার ও পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং রেলপথের ওপর থেকে সিমেন্টের সিপ্লার ও বাঁশ সরিয়ে ফেলা হয়। এ ঘটনার প্রায় ৪৩ মিনিট পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জিআরপি পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পার্বতীপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাজল হক রাতেই আটজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় বিরামপুর উপজেলা বিএনপির যুগ্সা-ধারণ সম্পাদক হায়দার আলীকে (৫৫) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ