হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় ৩ মাস ধরে বন্ধ টিসিবির পণ্য বিক্রি, হতাশ উপকারভোগীরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।

কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’

পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস