হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় ৩ মাস ধরে বন্ধ টিসিবির পণ্য বিক্রি, হতাশ উপকারভোগীরা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় কার্ড নিয়ে জটিলতার কারণে তিন মাস ধরে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে। চলতি রমজান মাসেও কোনো পণ্য দেওয়া হয়নি। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্যমূল্যে চাল-ডাল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার আগের তালিকায় ২৬ হাজার ৭৫৮টি পরিবারের নাম ছিল। তখন হাতে লেখা কার্ডের মাধ্যমে এসব সুবিধাভোগীকে পণ্য দিতেন ২০ জন ডিলার। এখন স্মার্ট কার্ড না পাওয়ায় গত ডিসেম্বরে পণ্য বিতরণের পর আর কোনো কার্যক্রম চালায়নি টিসিবি। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের জন্য গঙ্গাচড়া থেকে ১৫ হাজার স্মার্ট কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটি কার্ডও আসেনি।

কোলকোন্দ ইউনিয়নের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ। কয় দিন টিসিবি দিসলো, তখন হামার ২০০ টাকার তেল ১০০ টাকাতে পাছনো। দুই-তিন মাস থাকি সে টিসিবির কোনো খোঁজ নাই। কার্ডগুলা কিসের বেলে নাকি অনলাইন করা নাগবে। তায়ও করনো কিন্তু টিসির মাল পাইনো। এখন বেলে নাকি স্মার্ট কার্ড দিবে, তা কই কার্ডও দেয় না টিসিবির মালও দেয় না।’

পশ্চিম মান্দ্রাইন এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘আগত এই রমজান মাসোত দুইবার টিসিবি পাইছি। এবার রমজানে টিসিবির কোনো খবর নাই। টিসিবির তেল, ডাল, চাল হইলে মেলা টাকা বাঁচে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা আজকের পত্রিকাকে বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। এখনো স্মার্ট কার্ড আসেনি। কার্ড এলে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু