হোম > সারা দেশ > দিনাজপুর

কালবৈশাখী ঝড়ে ভ্যানচালক সামসুলের পরিবার খোলা আকাশের নিচে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন ভ্যানচালক সামসুল হক। গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় তাঁর একমাত্র ঠাঁই টিনের চালার নড়বড়ে ঘরটি। শোয়ার ঘরের টিনের চালা, রান্নাঘরের ছাউনি, বেড়া আর ঘরের আসবাবপত্র ঝড়ের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়। এখন পরিবারের সদস্যসহ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সামসুল। 

গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর (চণ্ডিপুর) গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সামসুল হকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ঝড়ের পর দিন উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে সামসুল হক লিখিত আবেদন করেছেন। ঝড়ের কবলে বাড়িতে থাকা তাঁর একমাত্র ভ্যানটিও নষ্ট হয়ে যাওয়ায় তাঁর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। ঝড়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাঁথা-বালিশ, বিছানাপত্র রান্নাঘরের জিনিসপত্রসহ খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে। তাঁর বাড়িতে এখন খাবারের চুলাও জ্বলছে না। এ ছাড়া বাড়ির গরু-ছাগল ও হাঁস-মুরগিগুলো রাখার জায়গা না থাকায় অনেকটাই বিপদে পড়েছেন সামসুল। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সামসুল হক আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। তাঁকে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে। সরকার থেকে আর্থিক বরাদ্দ আসলে তাঁকে সহযোগিতা করা হবে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত