হোম > সারা দেশ > পঞ্চগড়

বোদায় ৯৪টি পূজামণ্ডপের কাজ শেষের পথে

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

আর কয়েক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। চলছে রং-তুলির কাজ। 

গত বছর পূজায় জমজমাট আয়োজন করতে না পারলেও এ বছর লকডাউন শিথিল থাকায় অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত বছর বোদা উপজেলায় ৮৮টি মণ্ডপ থাকলেও এবার ৯৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। বোদা পৌরসভায় ছয়টি মণ্ডপ সাজানো হয়েছে। নিজেদের মণ্ডপ সাজাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আয়োজকেরা। কার প্রতিমা কত ভালো হবে, তা নিয়ে চলছে জোর চেষ্টা। 

শুধু প্রতিমা তৈরিতে পূজা উদ্‌যাপন কমিটি সন্তুষ্ট নয়, মণ্ডপের চারদিক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাগানো হচ্ছে বাহারি লাইটিং। 

বোদা বাজার গোবিন্দ জিঁ মন্দিরের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু পরেশ চন্দ্র বর্মণ বলেন, `দুর্গা মাকে বরণ ও বিদায় জানাতে আমরা প্রস্তুত। সবকিছু স্বাভাবিক থাকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্‌যাপন করা হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।'

বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোমিন জানান, গত বছর ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। তবে এ বছর এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, `আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। পূজা শুরু হলেই আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে।'

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ