হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জের এক পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে মো. রয়েল (৩৫) নামে এক আসামি পালিয়েছেন। গত রোববার ভোর ৫টার দিকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনা জানাজানি হলে ওই দিনই পুলিশ (ফাঁড়ি) তদন্তকেন্দ্র পরিদর্শন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক ব্যবসায়ী রয়েল। পরে তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়। ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।

আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোররাতে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময় তদন্তকেন্দ্রের সবার ব্যস্ততার সুযোগে পেছনের জানালার রড ভেঙে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ওসি আবদুল মতিন বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিগগিরই তাঁকে ধরা হবে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ