হোম > সারা দেশ > দিনাজপুর

বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় নাঈমা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির মামা মনিরুজ্জামান (৩০) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। শিশুটি বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেলখুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সে হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আহত মনিরুজ্জামান একই এলাকার শফিক উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে মামার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল শিশুটি। পথে ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশে একটি ট্রাক্টর পাশ কাটার সময় মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাক্টরটির চাকার পিষ্ট হয়ে শিশুটির মাথা থেঁতলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত মামাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শাহরিয়ার পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় জান্নাতুন নাঈমা নামের শিশুটির মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মামাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি হাকিমপুর উপজেলায়। আমরা হাকিমপুর থানা-পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ