হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’ 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা