হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হাবিপ্রবি ছাত্রলীগের হামলা: ঠাকুরগাঁও বিএনপির বহু নেতা-কর্মী আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন। 

বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন। 

গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম। 

‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’ 

পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’ 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ