হোম > সারা দেশ > পঞ্চগড়

ব্যারিস্টারি পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন ফাহাদ

পঞ্চগড় প্রতিনিধি

ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ব্রিটেনে পড়তে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন ফাহাদ হোসেন প্রামাণিক (২৭)। সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার এক মাস পর গতকাল সোমবার রাতে ফাহাদের মরদেহ তাঁর বাড়ি পঞ্চগড়ে পৌঁছে। 

ফাহাদের বাড়ি পঞ্চগড় পৌর শহরের পূর্ব জালাসী এলাকায়। তিনি ব্যবসায়ী নাজমুল প্রামাণিকের একমাত্র ছেলে। ফাহাদ ব্রিটেনের ব্রিস্টলে আইন বিষয়ে পড়তে গিয়েছিলেন। 

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ব্রিটেনের ব্রিস্টল শহরেই সন্ত্রাসী হামলায় নিহত হন ফাহাদ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে দীর্ঘ এক মাস পেরিয়ে যায়। এরপর গত রোববার ব্রিস্টল পুলশি পরিবারের কাছে লাশ পাঠায়। মরদেহ পাঠানোর আগে গত শুক্রবার বাদ মাগরিব ফাহাদের প্রথম জানাজা নামাজ ব্রিকলেনের একটি মসজিদে সম্পন্ন হয়। 

ব্রিস্টল পুলিশের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত বাংলাদেশি নিউজ পোর্টাল রানারমিডিয়া ২৪ ডটকম লিখেছে, ফাহাদকে কেন হত্যা করা হলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লোনাট ভ্যালেন্টাইন (২১) ও জ্যাকব (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছরের মার্চ মাসের ২২ তারিখে ফাইনাল ট্রায়ালে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

উল্লেখ্য, ফাহাদ ২০০৯ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকার ভূঁইয়া একাডেমিতে ভর্তি হন। সর্বশেষ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমান ব্রিটেনে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস