হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের পল্লি থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি দল সদরের ব্র্যাক আটামিলের উত্তরে পরিত্যক্ত পুলিশ বক্সের কাছে ডাকাতির প্রস্তুতিকালে সন্ত্রাসী রুবেলসহ পাঁচজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছুরি, একটি হাসুয়া ও নাইলনের দড়ি ও টর্চলাইট উদ্ধার করা হয়। 

আটক আসামিরা হলেন-সদরের শেখহাটি এলাকার রুবেল হোসেন (৪০), উত্তর গোসাইপুর এলাকার জাহিদুল (৩২), উত্তর বংশীপুর এলাকার আনারুল ইসলাম (৪০), ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকার সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া এলাকার সজল ইসলাম।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘আসামি রুবেলের নামে পাঁচটি ধৃত আসামিদের প্রত্যেকের নামে থানায় এক ও একাধিক মামলা চলমান রয়েছে। এরা সবাই সদরের গোপালগঞ্জ, চেহেলগাজী, রানীগঞ্জ, বাঁশেরহাট ও দশমাইল হাইওয়ে এলাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ এলাকায় আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনায় জড়িত।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ