হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৪ 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরও দুজন আহত হন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার শংকর রায়ের ছেলে উত্তম রায় (৩৫) এবং তাঁর স্ত্রী পল্লবী রায় (৩২), তাঁদের ছেলে অর্ণব (৯) এবং উত্তম রায়ের ভাতিজা অপূর্ব (১২)। এ সময় আহত হন জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের প্রফুল্ল রায়ের স্ত্রী জ্যোতিকা রানী ও সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁদের আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেখা পরিবহন নামের একটি বাস দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। অন্যদিকে দিনাজপুর শহরে দিকে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশায়। শিবকুড়ী এলাকায় পৌঁছালে বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই শিশু ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা অটোরিবশার চালকসহ চারজনকে গুরুত্বর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করলে হাসপাতালে অপর দুজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা