হোম > সারা দেশ > গাইবান্ধা

বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

আশরাফুলের নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আদুরী খাতুন নামের এক নারী। 

এ নিয়ে আদুরী বলেন, ‘চাকরির জন্য ঘুষ দিতে হবে বলে আশরাফুল ইসলাম চার বছর আগে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। কিন্তু চাকরি না হওয়ায় আমি টাকা ফেরত চাইলে তিনি টালবাহানাসহ দুর্ব্যবহার করতে থাকেন। একবার টাকা ফেরত দেওয়ার কথা বলে চেকও দেন তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায় অ্যাকাউন্ট বহু আগেই বন্ধ হয়ে গেছে। পরে আশরাফুল ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেন যে ১ ডিসেম্বর সব টাকা ফেরত দেবেন। কিন্তু তিনি আজ অবধি টাকা পরিশোধ করেননি।’

রাখালবুরুজ কেরামতিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মাদ খায়রুল বাশার বলেন, ‘আশরাফুল এই প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁদের চাপের মুখে তিনি দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না। সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।’

এ বিষয়ে জানতে আশরাফুলের মোবাইল ফোনে একাধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ আজকের পত্রিকাকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা